নিষিদ্ধ বাজি উদ্ধার করলে বারুইপুর থানা পুলিশ
প্রদীপ কুমার সিংহ:
বারুইপুর: নিষিদ্ধ বাজি উদ্ধার করল বারুইপুর থানা পুলিশ। কয়েক বছর আগে কলকাতা হাইকোর্টে বিচারক নির্দেশ দিয়েছিল ১২৫ ডেসিবেলার উপর যে সব শব্দবাজি আছে তা বিক্রয় করা যাবে না ফাটানো যাবে না। গ্রীন ট্রেকার বাজি ফাটানো নির্দেশ দিয়েছিলেন। কিন্তু কালীপুজোর সময় সাধারণ মানুষ ১২৫ ডেশীমেল এর উপর যেসব শব্দ বাজি আছে সেই বাজিগুলো ফাটাতে ভালবাসে। যেমন চকলেট বোম, দোদো দোদোমা ও পাট বোম সহ বিভিন্ন রকম শব্দবাজি ফাটায়। যদিও কলকাতা হাইকোর্টের বিচারকের নির্দেশ অনুযায়ী আগেকার মত শব্দবাজি খুব একটা ফাটাতে দেখা যায় না। বারুইপুর থানার অন্তর্গত চম্পাহাটি হারালে বাজি বাজারে ঘুরে দেখা যায় বেশ কিছু ব্যবসায়ী নিষিদ্ধ বাজি বিক্রয় করছে। বারুইপুর থানার পক্ষ থেকে প্রতিদিন হারালে বাজি বাজারে রেড করছে দোকানগুলিতে তল্লাশি করছে এবং নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করছে পুলিশ। বৃহস্পতিবার রাতের বারুইপুর থানার পুলিশের পক্ষ থেকে চম্পাহাটি হারালে বাজি বাজারে রেট করে প্রায় 200 কেজির ওপর নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করেছে। তবে কাউকে গ্রেফতারের খবর পাওয়া যায়নি। পুলিশ শব্দবাজির ওপর নজর আছে।বারুইপুর, মল্লিকপুর, সুভাষগ্রাম, সোনারপুর ও রাম নগর, উত্তরভাগ ইত্যাদি জায়গায় রোজ অটো টোটো ট্যাক্সি চার চাকার যেট্যাক্সি চার চাকার যে তল্লাশি জারি রেখেছে।