নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল চাল বোঝাই লরি, আহত চালক
বিশ্ব সমাচার, নামখানা : নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল একটি চাল বোঝাই লরি। ঘটনাটি ঘটেছে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার ১১৭ নম্বর জাতীয় সড়কের উপর দোতলা বাড়ি বাস স্টপেজের কাছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে রেশনের চালের বস্তা বোঝাই করা একটি লরি বকখালির দিকে যাচ্ছিল। লরিটি দোতলা বাড়ি বাস স্টপেজের কাছে পৌঁছতেই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। সেই সময় গাড়িতে থাকা সব চালের বস্তা চারিদিকে ছড়িয়ে পড়ে। ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় ফ্রেজারগঞ্জ কোস্টাল থানায়। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে আসে। এরপরই সবার তৎপরতায় চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমান তিনি সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে। এদিকে রাস্তায় ছড়িয়ে থাকা চালের বস্তা পরে অন্য গাড়িতে করে তুলে নিয়ে যাওয়া হয়। বেশ কিছুক্ষণ পর পুলিশ একটি ক্রেন নিয়ে এসে উল্টে যাওয়া লরিটিকেও সোজা করে।