নিজেদের কাজ শেষ করে সন্ধ্যায় এস আই আরের ফর্ম ফিলাপের সহযোগিতা, খুশি এলাকার বাসিন্দারা

Nov 12, 2025 - 11:23
 14
নিজেদের কাজ শেষ করে সন্ধ্যায় এস আই আরের ফর্ম ফিলাপের সহযোগিতা, খুশি এলাকার বাসিন্দারা

হেদায়তুল্লা পুরকাইত, ডায়মন্ড হারবার : এলাকার মানুষকে যাতে এদিক ওদিক দৌড়াতে না হয় এসআই আরের ফর্ম ফিলাপের জন্য। তাই অভিনব উদ্যোগ নিল ডায়মন্ড হারবার ১ নং ব্লকের বেশ কয়েকজন। এলাকার মহিলাদের ডেকে এস আই আর ফর্ম ফিলাপের জন্য শুক্রবার সন্ধ্যায় নেতড়া গ্রাম পঞ্চায়েতের কামালপুর গ্রাম জামে মসজিদে বসে এস আই আর ফর্ম ফিলাপ করে। 

             যে সকল পরিবার এস আই আর ফর্ম ফিলাপ করতে পারছে না, তাদের কথা ভেবে এই অভিনব উদ্যোগ নিল নেতড়া পঞ্চায়েত এলাকার কামালপুর গ্রামের আব্দুল হালিম হালদার ও সাইদ পুরকাইতরা। তাঁরা সারাদিন নিজেদের কাজ শেষ করে সন্ধ্যায় এলাকার মসজিদে বসে ফর্ম ফিলাপ করার কাজ শুরু করে।