নামখানা বনদপ্তরের সামনে বিক্ষোভ দেখালেন ক্ষুদ্র মৎস্যজীবীরা
বিশ্ব সমাচার, নামখানা : বৃষ্টিকে উপেক্ষা করে নামখানা বনদপ্তরের সামনে বিক্ষোভ দেখালেন প্রান্তিক ক্ষুদ্র মৎস্যজীবীরা। বৃহস্পতিবার সকাল দশটা থেকে প্রায় ২০০ জন মৎস্যজীবী বনদপ্তরের সামনে বিক্ষোভ দেখান। এই বিক্ষোভ চলে প্রায় দু'ঘণ্টা ধরে। জানা গিয়েছে, এই এলাকার বহু মানুষ নদীতে মাছ ও কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করেন। তাঁরা ছোট নৌকা নিয়ে নদীতে মাছ ধরতে যান। কিন্তু এখন তাঁরা নদীতে মাছ ধরতে গেলে সমস্যায় পড়ছেন। বিক্ষোভকারীদের অভিযোগ, নদীতে মাছ ও কাঁকড়া ধরতে গেলে বনদপ্তরের কর্মীরা তাঁদের উপর অত্যাচার করেন। তাঁদের জাল ও মাছ ধরার বিভিন্ন সামগ্রী কেড়ে নেওয়া হয়। তাই তাঁরা এদিন বনদপ্তরের সামনে বিক্ষোভে সামিল হন।
এবিষয়ে সাউথ সুন্দরবন ফিশারম্যান এন্ড ফিস ওয়ার্কার ইউনিয়নের (নামখানা) সম্পাদক মোজাম্মেল খান বলেন, "দীর্ঘ প্রায় ৫০ বছরেরও বেশি সময় ধরে এই এলাকার ক্ষুদ্র মৎস্যজীবীরা নদীতে মাছ ও কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করেন। অতীতে যে সব জায়গায় গিয়ে তাঁরা মাছ ও কাঁকড়া ধরতেন, সেই সব এলাকা গুলিকে এখন সংরক্ষিত হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাই ওখানে গিয়ে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কিন্তু ওই সব এলাকায় না গিয়ে ক্ষুদ্র মৎস্যজীবীরা জীবিকা নির্বাহ করতে পারবেন না। তাই এদিন ক্ষুদ্র মৎস্যজীবীদের পক্ষ থেকে নামখানা বনদপ্তরের রেঞ্জারকে একটি ডেপুটেশন জমা দেওয়া হয়েছে।"