নামখানায় অনুষ্ঠিত হল ম্যারাথন দৌড়

Nov 4, 2025 - 11:50
 46
নামখানায় অনুষ্ঠিত হল ম্যারাথন দৌড়

বিশ্ব সমাচার, কাকদ্বীপ : স্পিরিচুয়্যালিস্টস্ স্পোর্টস ক্লাবের উদ্যোগে নামখানার নারায়ণপুরে অনুষ্ঠিত হল আঞ্চলিক ম্যারাথন দৌড়।অংশ নিল প্রায় ১৬০ জন প্রতিযোগী। ঈশ্বরীপুর পাথরের খেয়াঘাট থেকে শুরু হয়ে নারায়ণপুর হাসপাতাল মোড় পর্যন্ত এই ম্যারাথন দৌড় হয়। পুরুষ বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন বারুইপুরের সালমান খান, দ্বিতীয় দক্ষিণ বারাসাতের মুস্তাকিন মল্লিক, তৃতীয় গঙ্গাসাগরের সৌমজিৎ দাস।

মহিলা বিভাগে প্রথম হয়েছেন ক্যানিং-এর রিভানা সুলতানা, দ্বিতীয় বহরুর সুচরিতা সর্দার এবং তৃতীয় মগরাহাটের নাহিমা খাতুন।

                এই ম্যারাথনের অন্যতম উদ্যোক্তা রায়চাঁদ গায়েন বলেন, “যুব সমাজকে শুধু শরীরচর্চা নয়, নীতি-নৈতিকতা ও শৃঙ্খলার পথে ফেরানোই আমাদের লক্ষ্য। এই দৌড়ের মাধ্যমে আমরা সেই বীজ বপন করি, যা একদিন বৃহৎ হয়ে উঠবে।"