নাইট ক্লাব থেকে তুলে এনে আইপিএলের কিংবদন্তি বানিয়েছে আরসিবি : গেইল
নাইট ক্লাব থেকে তুলে এনে তাঁকে আইপিএলের কিংবদন্তি বানিয়েছে আরসিবি! একটি পডকাস্টে এমনটাই বললেন ক্রিস গেইল।একটি পডকাস্টে গেইল বলেন, “মনে পড়ে ২০১১ সালের সেই ফোনটার কথা। জামাইকার একটা নাইট ক্লাবে ছিলাম, সেই সময়ে আমাকে ফোন করেন বিজয় মালিয়া এবং অনিল কুম্বলে। ওই সময়টায় আমি একেবারে ক্রিকেটের মধ্যে ছিলাম না। বিশ্বকাপে খারাপ পারফরম্যান্স, চোটও পেয়েছিলাম। ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজেও ডাক পাইনি। সবমিলিয়ে খুব হতাশ ছিলাম। ক্রিকেট থেকেও বহুদূরে ছিলাম।” ২০১১ সালের আইপিএলে খেলার সুযোগ এল কীভাবে? গেইল বলছেন, “বিজয় আর অনিল আমাকে ফোন করে জিজ্ঞাসা করে, আমি ফিট আছি কিনা। আমি বললাম, হ্যাঁ ফিট আছি। তখন ওরা বলে, যদি ফিট থাকো তাহলে কালকেই দূতাবাস থেকে ভিসা নিয়ে নাও। আমি বলি, শনিবার তো দূতাবাস বন্ধ থাকে। তাও ওরা আমাকে দূতাবাসে যেতে বলে। ওদের কথামতো পরদিন দূতাবাসে যাই, ভিসা নিয়ে বিমান ধরি। বাকিটা তো সকলেরই জানা।” সেবার আইপিএলে বোলারদের উপর আছড়ে পড়েছিল ‘গেইল স্টর্ম’। প্রথম দুই মরশুম কেকেআরে মোটেও নজর কাড়তে পারেননি ইউনিভার্স বস। কিন্তু ডার্ক ন্যানেসের বদলি হিসাবে ২০১১ আইপিএলে আরসিবিতে যোগ দিয়ে নতুন রূপে ধরা দেন তিনি। ওই মরশুমে ১২ ম্যাচে ৬০৮ রান করেন, জোড়া সেঞ্চুরি-সহ। সেবারের আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন গেইল। তাঁর দাপটেই ফাইনালে ওঠে আরসিবি। পরের বছরও ইউনিভার্স বসের দাপট ছিল আইপিএলে। তারপর আরসিবি ছাড়লেও আইপিএলের কিংবদন্তির তালিকায় জায়গা করে নিয়েছেন গেইল।