দুর্গাপুরের ঘটনা ঠিক হয়নি, বললেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়
বিশ্ব সমাচার, বারুইপুর : দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজে যে ছাত্রী গণধর্ষিতা হয়েছে, তার তীব্র নিন্দা করেছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়! সেই সঙ্গে সাংবাদিকদের এও বলেন, এখনও পর্যন্ত ওই ঘটনার তিনজনকে গ্রেফতার করেছে। মুখ্যমন্ত্রী এই ব্যাপারে সচেতন আছেন! এই রকম ধরনের ঘটনা কখনই প্রশ্রয় দেওয়া যায় না। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের কঠিনতম শাস্তির দাবি জানান। সেই সঙ্গে তিনি বলেন, উত্তরবঙ্গে যে প্রাকৃতিক বিপর্যয় হয়েছে, সেখানে প্রধানমন্ত্রী এখনও পর্যন্ত কোনও সাহায্যের কথা ঘোষণা করেননি। বিজেপি শাসিত রাজ্য গুলি উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ বিভিন্ন জায়গায় যদি প্রাকৃতিক বিপর্যয় ঘটে, তখন প্রধানমন্ত্রী সঙ্গে সঙ্গে রিলিফের কথা ঘোষণা করেন। কিন্তু পশ্চিমবাংলার উত্তরবঙ্গে যে প্রাকৃতিক বিপর্যয় ঘটলো তাতে প্রধানমন্ত্রীর কোন সাড়া নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেও গেছেন এখনও গেছেন। মুখ্যমন্ত্রীও দূর্গাপুরের ঘটনার নিন্দা করেছেন।
রবিবার বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের অধ্যক্ষের এলাকায় একটি বিজয়া সম্মেলনি অনুষ্ঠান হয়। সেখানে তিনি তৃণমূল কর্মীদের উদ্দেশ্য বলেন, সামনে বিধানসভা ভোট খুবই কঠিন। তৃণমূল কর্মীরা এটা হালকা করে নিলে চলবে না। সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে হবে, তবেই সাফল্য আসবে। কর্মীরা যদি মনে করেন যে বিমান বন্দ্যোপাধ্যায় জিতে গেছেন, তাহলে কিন্তু খুবই সমস্যায় পড়তে হবে। সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে হবে। এস আই আর নিয়ে তিনি বলেন, বুধ সংগঠন গুলি ঠিক রাখতে হবে। মানুষের সঙ্গে ঠিকমতো মিশতে হবে। মানুষের বাড়িতে যেতে হবে। রাস্তায় মানুষের সঙ্গে কথা বলতে হবে। এদিন তিনি অনুষ্ঠানে উপস্থিত সকল তৃণমূল কর্মী নেতা ও নেত্রীদের বিজয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন রাজ্যসভার সাংসদ ও যাদবপুর তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক সভাপতি শুভাশিস চক্রবর্তী, দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের প্রাণী ও মৎস্য দপ্তরের কর্মাধ্যক্ষ জয়ন্ত ভদ্র, বারুইপুর পৌরসভার পৌরপ্রধান শক্তি রায়, উপ পৌরপ্রধান গৌতম দাস সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা।