টোটো চুরি: বারুইপুরে লিঙ্ক ম্যান গ্রেফতার

Aug 27, 2025 - 21:30
 10
টোটো চুরি: বারুইপুরে লিঙ্ক ম্যান গ্রেফতার

বিশ্ব সমাচার, বারুইপুর: বারুইপুরের টোটো চুরির ঘটনার পান্ডা বিজেপি নেতা গ্রেফতার হয়েছে। গত ১৫ আগস্ট বারুইপুর কাছারি বাজারের সামনে থেকে চুরি যায় টোটোটি। টোটোর মালিক অজিত বিশ্বাস বারুইপুর থানায় অভিযোগ করেন। এরপরেই বারুইপুর থানার আইসি সৌম্যজিৎ রায়ের নির্দেশে এসআই রনি সরকারের নেতৃত্বে টিম তদন্তে নামে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। এরপরেই পুলিশ হদিশ পায় পান্ডা চন্দনের। হাওড়া স্টেশনে দুপুর ১টায় ট্রেন ধরতে এলে তাকে হাতেনাতে ধরে পুলিশ। পুলিশ জানিয়েছে, চন্দন সরকারের বাড়ি পূর্ব বর্ধমানে। টোটো চুরির জন্য বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াত। কাছে রেখে দিত ব্যাটারি চার্জারও। রিসিভার রামপদ মণ্ডলের বাড়ি নদিয়া জেলায়। দু'জনের জেলে আলাপ হয়েছিল। চন্দন চুরি করে টোটো পৌঁছে দিত রামপদের কাছে। রামপদ টোটো বিক্রি করত সর্বাধিক ১ লক্ষ টাকায়। কখনও ২৫ হাজার টাকায় টোটো বিক্রি হয়ে যেত। ধৃত ব্যক্তিকে মঙ্গলবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হয় বারুইপুর থানা পুলিশের পক্ষ থেকে। এবার টোটো চুরি কান্ডের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করল বারুইপুর থানার পুলিশ। ধৃত ব্যক্তির নাম আজাদ লস্কর ডাকনাম আকাশ। বাড়ি দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার অন্তর্গত হারদা অঞ্চলে। পুলিশ এই আজাদই চন্দন সরকার ও রামপদ মণ্ডলের লিঙ্ক ম্যান ছিল বলে জানা গিয়েছে। ধৃত ব্যক্তিকে বা থানার পক্ষ থেকে বুধবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়।