চলতি কলকাতা লিগে প্রথম জয় পেল মহামেডান

চলতি কলকাতা লিগে প্রথম জয় পেলেন মেহরাজউদ্দিন ওয়াডুর ছেলেরা। সাদার্ন সমিতির বিরুদ্ধে মহামেডান জিতল ২-১ গোলে।কল্যাণী স্টেডিয়ামে ম্যাচের শুরুটা দারুণ করে সাদা-কালো ব্রিগেড। শুরু থেকেই আগ্রাসী মনোভাব নিয়ে মাঠে নামেন মহামেডান ফুটবলাররা। যার ফলও মেলে হাতেনাতে। ৬ মিনিটে ম্যাক্সিয়নের গোলে এগিয়ে যায় মহামেডান। এই ম্যাক্সিয়ন কিন্তু ভালোই ছন্দে রয়েছেন। ডুরান্ডের শেষ ম্যাচে বিএসএফের বিরুদ্ধে জোড়া গোল করে নায়ক বনে গিয়েছিলেন তিনি। সেই তিনিই সোমবার এগিয়ে দেন দলকে।গোলের পর উজ্জীবিত মনোভাব লক্ষ্য করা যায় মহামেডান ফুটবলারদের মধ্যে। বেশ কিছু সুযোগ পেলেও সেই হাফ চান্সগুলোকে গোলে কনভার্ট করতে পারেনি সজল বাগরা। সাদার্ন সমিতিও সুযোগ কাজে লাগাতে পারেনি। প্রথমার্ধ শেষ হয় মহামেডানের পক্ষে ১-০ অবস্থায়।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরে আসে সাদার্ন। সোয়েল আলি ওয়াহাবের গোলে সমতায় ফেরে তারা। যদিও গোল খাওয়ার পরেও দমে যায়নি মহামেডান। শুভেন্দু মালিকের গোলে ব্যবধান বাড়ায় সাদা-কালো। ৭৪ মিনিটে তাঁর গোলেই এগিয়ে যায় মহামেডান। সেটাই ছিল জয়সূচক গোল।