গভীর সমুদ্রে অসুস্থ হয়ে পড়া মৎস্যজীবীকে উদ্ধার পুলিশের

Aug 5, 2025 - 13:58
 24
গভীর সমুদ্রে অসুস্থ হয়ে পড়া মৎস্যজীবীকে উদ্ধার পুলিশের

শুভজিৎ শাসমল, নামখানা: গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে অসুস্থ হয়ে যাওয়া এক মৎস্যজীবীকে উদ্ধার করল ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ। উদ্ধার হওয়া মৎস্যজীবীর নাম সমর মন্ডল। পুলিশ ও মৎস্যজীবী সংগঠন সূত্রে জানা গিয়েছে, শনিবার ফ্রেজারগঞ্জ মৎস্যবন্দর থেকে ১২ জন মৎস্যজীবী নিয়ে এফবি হংসরাজ নামে একটি ট্রলার মাছ ধরার উদ্দেশ্যে গভীর সমুদ্র পাড়ি দেয়। রবিবার মাছ ধরার সময় হঠাৎই ট্রলারে থাকা মৎস্যজীবী সমর মন্ডল বুকে যন্ত্রণা অনুভব করেন। বমি শুরু হয়। কথা বলাও বন্ধ হয়ে যায়। তৎক্ষণাৎ ট্রলারে থাকা মাঝি ওয়্যারলেসের মাধ্যমে ফ্রেজারগঞ্জ মৎস্যজীবী সংগঠন ও ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশকে জানান। খবর পাওয়া মাত্র ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার একটি উদ্ধারকারী দল মৎস্যজীবীকে উদ্ধার করার জন্য রওনা দেয়। ওই মৎস্যজীবীকে তড়িঘড়ি উদ্ধার করে ফ্রেজারগঞ্জ মৎস্যবন্দরে নিয়ে আসা হয়। তাঁকে পাঠানো হয় দ্বারিকনগর গ্রামীণ হাসপাতালে। সেখানেই বর্তমানে চিকিৎসাধীন।