কুলপিতে রাখিবন্ধন উৎসবে একাধিক কর্মসূচি প্রশাসনের

Aug 10, 2025 - 07:17
Aug 10, 2025 - 07:18
 51
কুলপিতে রাখিবন্ধন উৎসবে  একাধিক কর্মসূচি প্রশাসনের

সানওয়ার হোসেন, কুলপি: প্রশাসনের তরফে রাখিবন্ধন উদযাপন করা হল। সরকারি কর্মকর্তারা জনসাধারণের নিয়ে রাখিবন্ধন উৎসব পালন করছেন। তাঁরা পথচারী, যানবাহন চালক এবং অন্যান্য সাধারণ মানুষের হাতে রাখি বেঁধে দেন। এই ধরনের উদযাপন সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা বহন করে। 

প্রশাসনের তরফে এই ধরনের উদযাপন সাধারণ মানুষের মধ্যে উৎসবের আনন্দ ছড়িয়ে দেয় এবং পারস্পরিক বন্ধনকে আরও সুদৃঢ় করে তোলে। 

শনিবার দক্ষিণ ২৪ পরগনার কুলপি থানার পুলিশকর্মীরা রাখিবন্ধন উৎসব উদযাপিত করেন। পাশাপাশি এদিন কুলপি থানার তরফে 'সেফ ড্রাইভ সেভ লাইফ', 'মাদকদ্রব্যের অপব্যবহার' কর্মসূচির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন কুলপি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সেখ জাহাঙ্গঃর আলি, কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদার, দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদ সদস্য পূর্ণিমা হাজারী নস্কর, কুলপি পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ সুপ্রিয় হালদার, কুলপি ব্লক সংখ্যালঘু সেলের সভাপতি আব্দুর রহিম মোল্লা, কুলপি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সামসুর আলম মীর, ছাত্রনেতা রিয়াজুল সাহা প্রমুখ।