কাকদ্বীপে রেললাইনের পাশে বৃদ্ধের দেহ

Aug 8, 2025 - 23:52
 20
কাকদ্বীপে রেললাইনের পাশে বৃদ্ধের দেহ

বিশ্ব সমাচার, নামখানা: রেললাইনের পাশ থেকে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। মৃত বৃদ্ধের নাম হরিপদ দাস(৭৫)।

 মৃত ব্যক্তি নামখানা থানার দক্ষিণ চন্দনপিড়ী এলাকার বাসিন্দা। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল সাতটা নাগাদ দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ থানার বরপাড়া এলাকার রেললাইনের পাশে। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, হরিপদবাবু বেশ কয়েকদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। বৃহস্পতিবার সকালে তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। তারপর থেকে তাঁর আর কোনও খোঁজ পাওয়া যায়নি।

শুক্রবার সকালে কাকদ্বীপ থানার বরপাড়া এলাকায় রেললাইনের পাশে হরিপদবাবুর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তৎক্ষণাৎ তাঁরা খবর দেন রেলপুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছন রেলপুলিশ। তৎক্ষণাৎ তাঁরা হরিপদবাবুর দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠালে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এরপর দেহটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রেলপুলিশের প্রাথমিক অনুমান, ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে হরিপদবাবুর। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।