কবিগুরু স্মরণ মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলে

Aug 8, 2025 - 23:54
 7
কবিগুরু স্মরণ মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলে

হেদায়তুল্লা পুরকাইত, ডায়মন্ড হারবার: শুক্রবার দুপুর দু’টো থেকে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের রবীন্দ্র অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫ তম প্রয়াণ দিবস--- কবিগুরু স্মরণে ২২শে শ্রাবণ, ১৪৩২।

পশ্চিমবঙ্গ সরকারের ডায়মন্ড হারবার মহকুমা তথ্য ও সাংস্কৃতিক দফতরের উদ্যোগ ও পরিচালনায় আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন মথুরাপুরের সাংসদ বাপি হালদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়দিঘির বিধায়ক ডা. অলক জলদাতা। বিশিষ্ট অতিথিদের মধ্যে ছিলেন কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের প্রধান শিক্ষক চন্দন মাইতি, প্রখ্যাত চিকিৎসক ও নাট্যব্যক্তিত্ব ডা. রামপ্রসাদ মণ্ডল, মথুরাপুর-১ ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক অর্ণব চক্রবর্তী, সাংবাদিক কিংশুক ভট্টাচার্য সহ আরও অনেকে।

বিদ্যালয়ের একাদশ ও দ্বাদশ শ্রেণির সাতশোর বেশি ছাত্রছাত্রীর উপস্থিতিতে স্বাগত ভাষণ দেন মহকুমা তথ্য ও সাংস্কৃতিক আধিকারিক ব্রতী বিশ্বাস। উদ্বোধনী সংগীত পরিবেশন করে কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের ছাত্রছাত্রীরা। কবিগুরুর প্রতিকৃতি ও মূর্তিতে মাল্যার্পণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সমগ্র অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুলের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং ডায়মন্ড হারবার মহাকুমা তথ্য এবং সাংস্কৃতিক বিভাগের আধিকারিকবৃন্দ।

অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পাশাপাশি বিশিষ্ট শিল্পীদের পরিবেশনায় রবীন্দ্রনৃত্য, আবৃত্তি, সংগীত প্রভৃতি মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। বক্তব্য রাখতে গিয়ে প্রধান শিক্ষক চন্দন মাইতি বর্তমান শিক্ষা ব্যবস্থায় রবীন্দ্রনাথের চিন্তাধারার প্রাসঙ্গিকতা ও গুরুত্ব তুলে ধরেন। ব্রতী বিশ্বাস অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করার জন্য বিদ্যালয়ের কর্তৃপক্ষ, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী ও ছাত্রছাত্রীদের ধন্যবাদ, শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

অনুষ্ঠান শেষে রবীন্দ্র স্মরণে ছাতিম চারা লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করেন সাংসদ বাপি হালদার।