ওয়ানডে ক্রিকেটে বিরল নজির গড়লেন ম্যাথিউ ব্রিটজকে, পিছনে ফেললেন ভারতীয় ব্যাটারকে

Sep 5, 2025 - 21:45
 9
ওয়ানডে ক্রিকেটে বিরল নজির গড়লেন ম্যাথিউ ব্রিটজকে, পিছনে ফেললেন ভারতীয় ব্যাটারকে

ওয়ানডে ক্রিকেটে বিরল নজির গড়লেন ম্যাথিউ ব্রিটজকে। ইংল্যান্ডকে ৫ রানে হারিয়ে সিরিজ নিজেদের পকেটে পুরে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। আর সেই ম্যাচে রেকর্ডবুকে নিজের নাম তুলে ব্রিটজকে ভেঙে দিয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার নবজ্যোৎ সিং সিধুর দীর্ঘদিনের রেকর্ড।এখনও পর্যন্ত পাঁচটি ওয়ানডে খেলেছেন ব্রিটজকে। প্রত্যেক ম্যাচেই করেছেন পঞ্চাশোর্ধ্ব স্কোর। ২৬ বছর বয়সি এই ক্রিকেটারের শেষ পাঁচ ম্যাচে রান যথাক্রমে ১৫০, ৮৩, ৫৭, ৮৮ এবং ৮৫। একদিনের আন্তর্জাতিকে এই কীর্তি আর কোনও ব্যাটারের নেই। এর আগে সিধু ওয়ানডে কেরিয়ারের প্রথম চার ইনিংসেই করেছিলেন হাফসেঞ্চুরি। এর পাশাপাশি অভিষেকের পর পাঁচ ম্যাচে সর্বোচ্চ রানের মালিকও এখন ব্রিটজকে।ওডিআই কেরিয়ারের প্রথম পাঁচ ইনিংসে ৪৬৩ রান করেছেন ব্রিটজকে। অভিষেকের পর প্রথম পাঁচ ম্যাচে ৪০০-র বেশি রান এই প্রথম কোনও ক্রিকেটার করলেন। এর আগে এই নজির ছিল ডাচ ক্রিকেটার টম কুপারের। কেরিয়ারের প্রথম পাঁচ ম্যাচে তিনি করেছিলেন ৩৭৪ রান। সেই রেকর্ড ব্রিটজকে ভেঙে দিয়েছিলেন চতুর্থ ইনিংসেই। এখানেই শেষ নয়। ওয়ানডে ক্রিকেটে প্রথম দুই ইনিংসে (১৫০+৮৩) ২৩৩ রান করে তিনি ভেঙেছেন ডেসমন্ড হেইন্সের ১৯৫ রানের রেকর্ড। আর এর সঙ্গে তৃতীয় ম্যাচের ৫৭ যোগ হলে দাঁড়ায় ২৯০। সেটাও একটা রেকর্ড। অর্থাৎ তিন ইনিংসে ২৯০ রান করে তিনি পিছনে ফেলেছেন নিক নাইটকে (২৬৪)।গত ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে অভিষেক ম্যাচেই ১৫০ রান করে ক্যারিবিয়ান কিংবদন্তি ডেসমন্ড হেইন্সের ১৪৮ রানের রেকর্ড ভেঙেছিলেন ব্রিটজকে। এরপর চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান ম্যাচেও উজ্জ্বল ছিল তাঁর ব্যাট। করেছিলেন ৮৩ রান। অস্ট্রেলিয়া সফরেও দুই ম্যাচে করেছিলেন ৫৭ ও ৮৮ রান। ইংল্যান্ড সফরের প্রথম ওয়ানডেতে দলে ছিলেন না ব্রিটজকে। লর্ডসে ফিরেই স্বমহিমায় তিনি করে গেলেন ম্যাচ জেতানো ৮৫ রান। সঙ্গে সিরিজেও ইংল্যান্ডকে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা।