এসএসসি পরীক্ষার্থীদের মক টেস্ট কাকদ্বীপে

শুভজিৎ শাসমল, নামখানা: রবিবার কাকদ্বীপ শিশু শিক্ষায়তন উচ্চ বিদ্যালয় নেতাজি সেবা ফাউন্ডেশনের উদ্যোগে শুরু হল এক অনন্য কর্মসূচি। এসএসসি পরীক্ষার্থীদের জন্য মক টেস্টের উদ্বোধন হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাকদ্বীপ শিশু শিক্ষায়তন হাই স্কুলের প্রধান শিক্ষক প্রদীপকুমার প্রামাণিক । উপস্থিত ছিলেন এনএসএফ-এর সম্পাদক পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ শান্তনু বেরা, ফাউন্ডেশনের অন্যতম ট্রাস্টি মেম্বার শিক্ষক অমিত মান্না এবং এক্সিকিউটিভ মেম্বার সমীর সাহা, শিক্ষক আনন্দশংকর পাণিগ্রাহী। এই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য একটি গুগল ফর্ম ফিলাপ করতে হয়েছিল অংশগ্রহণকারীদের। তার মধ্য দিয়ে প্রায় ৫০ জন পরীক্ষার্থী এই অফলাইন মক টেস্টে অংশগ্রহণ করে। এদিনই পরীক্ষার শেষে রেজাল্ট প্রকাশিত হয়। পরীক্ষার্থীদের ভাষায়, এটি তাদের কাছে এক অপূর্ব সুযোগ। নেতাজি সেবা ফাউন্ডেশনকে এর জন্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করে উপস্থিত পরীক্ষার্থীরা। প্রতি সপ্তাহে রবিবার এই মক টেস্ট হবে এসএসসি পরীক্ষার আগে পর্যন্ত, যা পরীক্ষার্থীদের মনোবল বৃদ্ধিতে যথেষ্ট সহায়ক হবে। পুরো পরীক্ষা ব্যবস্থা পরিচালনা করেন শিক্ষক সরোজ দে। বিশিষ্ট শিক্ষাবিদদের সহযোগিতায় গত এক মাস ধরে অক্লান্ত পরিশ্রমে এই কোশ্চেন সেট তৈরি হয় বিভিন্ন বিষয়ের ওপর নাইন, টেন, ইলেভেন ও টুয়েলভের শিক্ষক পরীক্ষার্থীদের জন্য। সুন্দরবনের এই প্রত্যন্ত জনপদে কলকাতার নামী কোচিং সেন্টারের মতো বিনামূল্যে এই সুযোগ পরীক্ষার্থীদের কাছে এক বড় পাওয়া। শুরুতেই পরীক্ষার্থীদের গ্রুমিংয়ের কাজটি করেন প্রদীপ। ফাউন্ডেশনের সম্পাদক শান্তনুবাবু এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য সরোজবাবু ও সংগঠনের কাকদ্বীপ ইউনিটকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ফাউন্ডেশনের সহ-সম্পাদক শিক্ষক পার্থসারথি মণ্ডল। এক মনোরম পরিবেশে সমগ্র অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। আগামী এক মাস ধরে তা চলবে। ইচ্ছুক পরীক্ষার্থীরা গুগল ফর্ম ফিলাপ করে এতে অংশগ্রহণ করতে পারবে।