আবার এক অমানবিক ছবি ধরা পড়ল বারুইপুরে
প্রদীপকুমার সিংহ, বারুইপুর: আবার এক অমানবিক ছবি ধরা পড়ল বারুইপুরে। এক মাঝবয়সী অসুস্থ সদ্য অপারেশন হওয়া ব্যক্তিকে রাস্তার ধারে একটি দোকানের সামনে ফেলে রেখে গেল কেউ বা কারা। এই ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার অন্তর্গত শিকড়বালি দু' নম্বর গ্রাম পঞ্চায়েতের গোপালপুর এলাকায়। বুধবার সকালে এখানে রাস্তার পাশে একটি গ্রিলের দোকানের সামনে ওই মাঝবয়সী অসুস্থ ব্যক্তিকে দেখা যায়। তাঁর ডান পায়ে সদ্য অপারেশন হয়েছে। কেউ বা কারা তাঁকে রাতের অন্ধকারে ফাঁকা জায়গায় একটি বেডের উপর শুইয়ে রেখে চলে গিয়েছে বলেই মনে করছেন স্থানীয়রা। তবে ওই ব্যক্তির নাম ঠিকানা কিছুই জানা যায়নি।
কিছুদিন আগে বারুইপুর স্টেশনে এক নম্বর প্লাটফর্মে এক বৃদ্ধ দম্পতিকে তাঁর ছেলে পিছনে বসিয়ে দিয়ে চলে গিয়েছিল। বলেছিল, পরে এসে তাদেরকে নিয়ে যাবে। কিন্তু সেই ছেলে আর আসেনি। শেষে বারইপুর স্টেশনে জিআরপির সহযোগিতায় বারুইপুর মহকুমা হাসপাতালে তাঁদের ভর্তি করা হয়। পরে অবশ্য বৃদ্ধের মৃত্যু হয় হাসপাতালে।
স্থানীয় শিকড়বালি দু'নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মেনকা নস্কর জানান, প্রতিদিন কিছু না কিছু এমন অমানবিক ছবি ধরা পড়ছে। নতুন প্রজন্মের ওপর ভরসা হারিয়ে ফেলছেন সাধারণ মানুষ। তিনি বলেন, বারুইপুর থানার পুলিশকে খবর দেওয়া হয়েছে, যাতে অবিলম্বে এই বৃদ্ধ অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করে সূচিকিৎসার ব্যবস্থা করা হয়। তিনি জানান, যে বা যারা এই অসুস্থ ব্যক্তিকে এইভাবে ফেলে রেখে গেছে, তাদের শাস্তির ব্যবস্থা করার জন্য তিনি প্রশাসনের কাছে আবেদন করবেন। স্থানীয় বাসিন্দারা অবিলম্বে অসুস্থ ব্যক্তির সুচিকিৎসা ও যারা এই অমানবিক কাজ করেছে, তাদের শাস্তির দাবি জানিয়েছেন। খবর পেয়ে বারুইপুর থানার ইনচার্জ সৌম্যজিৎ রায় ঘটনাস্থলে পুলিশকর্মী পাঠিয়ে ওই অজ্ঞাত পরিচয় অসুস্থ ব্যক্তিকে তুলে নিয়ে এসে বারুইপুর মহকুমা হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন। হাসপাতাল সূত্রে খবর, ওই ব্যক্তির অবস্থা খুব একটা ভালো না। এখন ওই অসুস্থ ব্যক্তি বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন আছে। পুলিশ জানিয়েছে, অজ্ঞাত পরিচয় ব্যক্তির নাম, ঠিকানা কিছু জানা যায়নি। তবে ওই ব্যক্তি ওখানে এল কীভাবে, তার জন্য তদন্ত শুরু হয়েছে।