অস্ত্রোপচার না করিয়ে ঝুঁকি নিয়েই অ্যাশেজ খেলতে চান ওকস

ভাঙা কাঁধে অস্ত্রোপচার না করিয়ে সামান্য কিছুদিন বিশ্রাম নিয়েই অ্যাশেজে খেলতে চান ইংরেজ পেসার ক্রিস ওকস।ভারতের বিরুদ্ধে ওভাল টেস্টের প্রথম দিন ৫৭তম ওভারে করুণ নায়ারের শট আটকাতে বাউন্ডারি লাইনে ডাইভ দেন ওকস। বাউন্ডারি বাঁচিয়ে ফেললেও বা কাঁধে চোট পান তিনি। তবে দলের প্রয়োজনে ভাঙা কাঁধ নিয়েই ব্যাট হাতে নেমে পড়েন ৩৬ বছর বয়সি এই পেসার। অ্যাটকিনসনের সঙ্গে ভাঙা কাঁধেই জুটি বেঁধে দলকে প্রায় জয়ের লক্ষ্যে পৌঁছে দিয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত সেটা হয়নি। ওকস ইংল্যান্ডকে জেতাতে পারেননি। কিন্তু ভাঙা কাঁধে তাঁর ব্যাট করতে নামার সাহসিকতা প্রশংসিত হয়েছে।তাঁর ওই চোট কতটা গুরুতর সেটা এখনও স্পষ্ট নয়। একাধিক পরীক্ষানিরীক্ষা করিয়েছেন ওকস। তবে চূড়ান্ত রিপোর্ট না এলেও চিকিৎসকরা তাঁকে পরামর্শ দিয়েছেন অস্ত্রোপচার করিয়ে নেওয়ার। সেক্ষেত্রে ৩-৪ মাস বিশ্রাম নিতে হতে ইংরেজ পেসারকে। তবে বিকল্প রাস্তা একটা রয়েছে। অস্ত্রোপচার না করিয়ে চিকিৎসকদের পরামর্শ মতো রিহ্যাব করলে ৮ সপ্তাহের মধ্যে ম্যাচ ফিট হয়ে যেতে পারেন তিনি। সেক্ষেত্রে অ্যাশেজে নামতে সমস্যা হওয়ার কথা না। কিন্তু সেটা ওকসের কেরিয়ারের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। কোনওভাবেই ওই আঘাতের জায়গায় ফের আঘাত লাগলেই শেষ হয়ে যেতে পারে কেরিয়ার।শোনা যাচ্ছে, ওকসের ঝুঁকি নিতে আপত্তি নেই। যে কোনও মূল্যে অ্যাশেজে খেলতে চান তিনি। সেজন্য প্রয়োজনে অস্ত্রোপচার না করিয়ে মাঠে নেমে যেতে চান। আসলে ৩৬ বছরের ওকস নিজেও জানেন ইংল্যান্ডের হয়ে আর বেশিদিন খেলা হবে না তাঁর। এরপর আদৌ কোনও অ্যাশেজে সুযোগ পাবেন কিনা নিশ্চিত নয়। তাই এই গুরুত্বপূর্ণ সিরিজে খেলার সুযোগ হাতছাড়া করতে চান না তিনি।