অবশেষে উদ্ধার হল সমুদ্রে নিখোঁজ হয়ে যাওয়া দুই মৎস্যজীবীর দেহ
অবশেষে ৩৬ ঘন্টা পর উদ্ধার হল নিখোঁজ দুই মৎস্যজীবীর দেহ। শুক্রবার সকালে গঙ্গাসাগরের চন্ডিপুর ও মধ্যপাড়া সমুদ্র সৈকত থেকে দুই মৎস্যজীবীর দেহ উদ্ধার হয়েছে। গঙ্গাসাগর কোস্টাল থানার পুলিস দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।
প্রসঙ্গত, বুধবার মাছ ধরে ফিরে আসার সময় সমুদ্রে পড়ে নিখোঁজ হয়ে গিয়েছিলেন দুই মৎস্যজীবী। নিখোঁজ দুই মৎস্যজীবীর নাম সীতারাম মন্ডল (৪০) ও দেবব্রত জানা (৪৫)। দুজনেরই বাড়ি সাগর থানার রাধাকৃষ্ণপুর এলাকায়। বুধবার গঙ্গাসাগরের মায়াগোয়ালিনী ঘাট থেকে সাত জন মৎস্যজীবী ভুটভুটি নিয়ে সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন।