কুলতলিতে পলাশ সরদার খুনের কিনারা, প্রতিবেশী গ্রেফতার

Aug 18, 2025 - 20:57
 31
কুলতলিতে পলাশ সরদার খুনের  কিনারা, প্রতিবেশী গ্রেফতার

রফিকুল ঢালী, কুলতলি: কুলতলির বালাহারানিয়া গ্রামে চাঞ্চল্যকর খুনের ঘটনার অবশেষে কিনারা করল পুলিশ। গত ১১ আগস্ট থেকে নিখোঁজ ছিলেন পলাশ সরদার। নদীতে মাছ ধরতে গিয়েছিলেন তিনি। দু’দিন পর তাঁর দেহ উদ্ধার হয়।

তদন্তে নেমে পুলিশ গ্রেফতার করে দীনবন্ধু পয়রা নামে এক ব্যক্তিকে, যে পলাশের প্রতিবেশী। অভিযোগ, নিজের বাড়ির চারপাশে জিআই তারে কারেন্ট দিয়ে রেখেছিল দীনবন্ধু। মাছ ধরে ফেরার পথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় পলাশের। মৃতদেহ বাড়িতে লুকিয়ে রেখে রাতের অন্ধকারে নদীতে ফেলে দেয় অভিযুক্ত।

স্থানীয়দের সন্দেহ হয় দীনবন্ধুর অস্বাভাবিক আচরণে। রবিবার জয়নগর স্টেশনে আত্মহত্যার চেষ্টা করলে তাকে আটকান স্থানীয়রা। খবর দেওয়া হয় কুলতলি থানার পুলিশকে। জিজ্ঞাসাবাদে খুনের রহস্য ফাঁস হয়।

অভিযুক্ত দীনবন্ধু নিজের অপরাধ স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে।