স্বাস্থ্যসাথী হয়রানি রুখতে পরামর্শদাতা নিয়োগের পথে রাজ্য

স্টাফ রিপোর্টার: স্বাস্থ্যসাথী নিয়ে একাধিক অভিযোগ এসেছে সরকারের কাছে। কড়া পদক্ষেপের বার্তা দিয়েও বেনিয়ম পুরোপুরি আটকানো সম্ভব হয়নি। তাই এবার স্বাস্থ্যসাথী নিয়ে হয়রানি আটকাতে পরামর্শদাতা হিসাবে নিয়োগ করা হচ্ছে এক অবসরপ্রাপ্ত আইএএস অফিসারকে।
ইতিমধ্যেই পাঁচটি নার্সিংহোমের বিরুদ্ধে সিআইডি তদন্ত শুরু হয়েছে। সাদা পোশাকের পুলিশকে সঙ্গে নিয়ে সারপ্রাইজ ভিজিট দিতে বলা হয়েছে স্বাস্থ্য আধিকারিকদের। এবার স্বাস্থ্যভবনের জন্য পরামর্শদাতা নিয়োগ হল।নবান্ন সূত্রের খবর, অবসরপ্রাপ্ত আইএএস অফিসার সুতীর্থ ভট্টাচার্যকে বসানো হচ্ছে ওই পদে।