দিনেদুপুরে হাসপাতালে চলল গুলি, আতঙ্কে হুড়োহুড়ি রোগীদের

স্টাফ রিপোর্টার: গুলি চলল চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে। পুলিস সূত্রে খবর, শুক্রবার মাদক মামলায় গ্রেপ্তার হয় টোটন বিশ্বাস নামে এক দুষ্কৃতী। শনিবার আদালতে তোলার কথা ছিল তাকে। বেলা ১১টা নাগাদ টোটোনকে শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
জরুরি বিভাগের প্রবেশপথ দিয়ে হাসপাতালে ঢোকানো হয় টোটনকে। সেই সময় হাসপাতাল ভিড়ে ঠাসা। তখনই হামলা চালায় অন্য তিন দুষ্কৃতী। টোটনকে লক্ষ্য করে গুলি চালায় তারা। টোটনের পেটে গুগুলি লাগে। সঙ্গে সঙ্গে হাসপাতালের মধ্যে উত্তেজনা তৈরি হয়। সেই ভিড়ের মধ্যেই আগ্নেয়াস্ত্র ফেলে পাঠায় হামলাকারীরা।
ঘটনার পর গোটা এলাকা পুলিসি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়। ঘটনাস্থলে যায় বিশাল পুলিস বাহিনী। ঘটনাস্থলে যান চন্দননগর কমিশনারেটের পুলিস সুপার-সহ উচ্চ পদস্থ কর্তারা। গুলিবিদ্ধ দুষ্কৃতী টোটনের অবস্থার অবনতি হওয়ায়, তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়।গোটা ঘটনায় চুঁচুড়া শহরে ব্যাপক উত্তেজনা ও চাঞ্চল্য ছড়ায়।