জীবনের কিছুটা সময় একলা চলতে হয়, পার্থকে পরামর্শ মদনের

স্টাফ রিপোর্টার : জেলের অন্ধকারে একা দিন কাটছে পার্থ চট্টোপাধ্যায়ের। রাজনৈতিক সঙ্গীদেরও দেখা নেই।জেলের কুঠুরিতে বন্দি পার্থকে একাকী জীবন কাটানোর মন্ত্র শেখালেন তাঁরই প্রাক্তন সতীর্থ মদন মিত্র।চিটফান্ড মামলায় দীর্ঘদিন জেলে কাটিয়েছেন কামারহাটির বিধায়কও।
তাই সেই নিঃসঙ্গতা সম্পর্কে সম্যক ধারনা রয়েছে তাঁর। সেই অভিজ্ঞতা থেকেই শনিবার বেহালা পশ্চিমের বিধায়ককে মদনের পরামর্শ, “জীবনের কিছুটা সময় একলা চলতে হয়।হিটলার বাঙ্কারে একা গিয়েছিলেন। ইতিহাস অনুযায়ী, গৌতম বুদ্ধ সাধনা করেছিলেন একাই।
জীবনের একটা সময় একলা চলতে হয়।” মদন আরও বলেন, “একা চলাটাও একটা আর্ট। সময় শিখিয়ে দেবে একা চলার সময় কীভাবে লড়তে হবে।”