সাগরে স্কুল চলাকালীন গরমে অসুস্থ হয়ে পড়ল ছাত্র-ছাত্রীরা

বিশ্ব সমাচার, সাগর : অত্যাধিক গরম ও আপেক্ষিক আদ্রতার কারণে স্কুল চলাকালীন অসুস্থ হয়ে পড়ল ৪ জন পড়ুয়া। ঘটনাটি ঘটেছে, দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগরের শ্রীধাম কপিলানন্দ হাইস্কুলে।
তবে অসুস্থ পড়ুয়াদের মধ্যে একজনকে সাগর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।
এবিষয়ে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিনয় কৃষ্ণ মন্ডল জানান,”অতিরিক্ত গরমের কারণে ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে পড়ছে। যদিও এখন বর্ষাকাল চলছে। কিন্তু সেরকম ভাবে বৃষ্টি না হওয়ার কারণে, প্রবল গরমের জেরে এই ঘটনা ঘটেছে।”