পঞ্চায়েত নির্বাচনের তোড়জোড় শুরু কমিশনের

স্টাফ রিপোর্টার: রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের তোড়জোড় শুরু করে দিল রাজ্য নির্বাচন কমিশন। জেলায় জেলায় আসন পুনর্বিন্যাস ও সংরক্ষণের তালিকা চূড়ান্ত করতে জেলাশাসকদের চিঠি দিল তারা।
নির্বাচনের আগে আসন পুনর্বিন্যাস ও সংরক্ষণের কাজ সেরে ফেলতে হয় কমিশনকে। পরিবর্তিত তালিকার ভিত্তিতে হয় নির্বাচন। কমিশন সূত্রে খবর, এই কাজ করতে কিছু জায়গায় অতিরিক্ত সময় লেগে যায়।
যার ফলে অনেক সময় পিছিয়ে যায় গোটা নির্বাচন প্রক্রিয়া। সেই সম্ভাবনা সমূলে বিনাশ করতে আগেভাগে প্রস্তুতি শুরু করে দিল কমিশন।