কাজ চলাকালীন সিমেন্টের চাঙড় ভেঙে মৃত্যু শ্রমিকের

স্টাফ রিপোর্টার: হোস্টেলের মেরামতির কাজ চলাকালীন ছাদ থেকে সিমেন্টের চাঙড় ভেঙে মৃত্যু হল এক নির্মাণ শ্রমিকের। শুক্রবার এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে খড়গপুর আইআইটির মহিলা হোস্টেলে। মৃত ওই শ্রমিকের নাম মুক্তার আলি(৩৪)।
বাড়ি মালদহের চাঁচল থানার চারালু গ্রামে। পুলিস সূত্রে জানা গিয়েছে, খড়গপুর আইআইটির গান্ধী ঘাটের কাছের ওই মহিলা হোস্টেলে কাজ হচ্ছিল। সেই সময় উপর থেকে চাঁই পড়ে আহত হন ওই শ্রমিক।
তাঁকে নিয়ে যাওয়া হয় খড়গপুর সদর হাসপাতালে। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনার তদন্তে নেমেছে খড়গপুর টাউন থানার পুলিস।