এশিয়া কাপে হয়তো ওপেন করতে পারেন কোহলি, দাবী পার্থিবের

সংবাদ সংস্থা : ইংল্যান্ড সফরের পর থেকে বিশ্রামেই রয়েছেন বিরাট কোহলি। ওয়েস্ট ইন্ডিজ বা জিম্বাবোয়ে সফরেও তিনি দলে নেই। জানা গিয়েছে, এশিয়া কাপ দিয়েই প্রত্যাবর্তন করবেন তিনি। আগামী ২৭ অগস্ট থেকে শুরু হবে এ বারের এশিয়া কাপ। আর সেই টুর্নামেন্টে বিরাট কোহলিকে ওপেন করতে দেখা যেতে পারে বলে মন করছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার পার্থিব প্যাটেল।
আসলে যে ভাবে ভারতীয় দলে ওপেনিং জুটি নিয়ে পরীক্ষা নীরিক্ষা চলছে, সেটা দেখেই এমনটা নাকি মনে হয়েছে কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রাক্তন সতীর্থের।২০১৯ সালের নভেম্বরে শেষ বার দেশের জার্সিতে সেঞ্চুরি করেছিলেন বিরাট কোহলি। এর পর থেকেই রানের খরা শুরু হয়েছে বিরাটের ব্যাটে।
দেশের জার্সি থেকে আইপিএলের মঞ্চ, সব জায়গাতেই ব্যর্থ হয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। ফর্মে ফিরতে তিনি এখন মরিয়া। তবে পার্থিব মনে করছেন, কোহলিকে এশিয়া কাপে ওপেন করতে দেখলেও তিনি অবাক হবেন না। তাঁর মতে, কোহলির ক্ষমতা নিয়ে কোনও প্রশ্নই নেই। শুধুমাত্র তাঁর ফর্মে ফেরার অপেক্ষা।