ইতিহাস গড়ে লং-জাম্পে রুপো আনলেন শ্রীশংকর

সংবাদ সংস্থা : সেরা লাফ দিয়েও সোনা জেতা হল না মুরালি শ্রীশঙ্করের। রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হল তাঁকে। আসলে ভাগ্যই সঙ্গ দিল না শ্রীশঙ্করের। তাই ভারতকে পদক এনে দিলেও আফসোসটা তাঁর ষোলো আনা থেকেই গেল।মুরালির ৮.০৮ মিটার লাফই ছিল সর্বোচ্চ, তাও তিনি সোনার বদলে কেন রুপো পেলেন?
কারণ বাহামাসের লাকুয়ান নারিনও একই দূরত্ব অতিক্রম করেছেন। তবে দুই জাম্পারের দূরত্ব সমান হওয়ার ফলে, তাদের দ্বিতীয় সেরা প্রয়াস অনুযায়ীই পদক নির্ধারিত হয়। মুরালির দ্বিতীয় সেরা জাম্প যেখানে ৭.৮৪ মিটার ছিল, সেখানে বাহামাসের লং জাম্পার নিজের দ্বিতীয় সেরা প্রয়াসে ৭.৯৮ মিটার অতিক্রম করেছিলেন।
স্বভাবিক ভাবেই প্রায় কান ঘেষে সোনা হাতছাড়া হয়ে যায় মুরালির। লাকুয়ানই স্বর্ণপদক জিতে নেন।সোনার পদক হলে নিঃসন্দেহে সোনায় সোহাগা হত। তবে রুপোতেও ইতিহাস গড়েছেন মুরালি। কমনওয়েলথ গেমসে পুরুষদের বিভাগে রুপোজয়ী দেশের প্রথম লং জাম্পার তিনিই। গেমসের সপ্তম দিনের একেবারে শেষ পর্বে পদক এল তাঁর হাত ধরে। এই নিয়ে চলতি কমনওয়েলথ গেমসে ১৯টি পদক জিতল ভারত।