‘প্রচারে থাকতে চেয়ে সভা করছে বিজেপি’: অভিষেক

স্টাফ রিপোর্টার: তৃণমূলের ‘শহিদ সমাবেশ’-এর দিনেই উলুবেড়িয়ায় আজ সভা করবে বিজেপি। সেখানে মূল বক্তা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু কলকাতা হাই কোর্ট বুধবার নির্দেশ দিয়েছে, সভা একান্ত করতেই হলে তা রাত ৮টার আগে শুরু করা যাবে না। পাশাপাশিই আরও একগুচ্ছ শর্ত আরোপ করেছে আদালত।
আদালতের সেই নির্দেশ এবং বিজেপির প্রস্তাবিত সভা নিয়েই তাঁর অভিমত জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।তাঁর কথায়, ‘‘আদালত অনুমতি দিয়ে থাকলে বিজেপির সভা হবে। আদালতের নির্দেশ আমাদের কাছে শিরোধার্য। কিন্তু ওই সমাবেশ আদালতের দেওয়া শর্ত মেনেই হওয়া উচিত।’’
পাশাপাশিই কটাক্ষের সুরে অভিষেক বলেন, ‘‘লাইমলাইটে (প্রচারে) থাকতে গেলে তো ওইদিনটাই বাছতে হবে ওদের! আসলে ওরা মানুষের দাবিদাওয়া নিয়ে ভাবিত নয়। এদের একটাই কাজ— ধর্মের ভিত্তিতে বাংলায় বিভাজন আর শান্ত বাংলাকে অশান্ত করা। হেরে গিয়েও ওদের শিক্ষা হয়নি। এটা বিজেপির মরিয়া চেষ্টা!’’