এবার কলেজে অশিক্ষক কর্মী নিয়োগেও লিখিত পরীক্ষা

স্টাফ রিপোর্টার: এবার থেকে কলেজের অশিক্ষক কর্মী নিয়োগের ক্ষেত্রেও হবে লিখিত পরীক্ষা।এতদিন শুধু অধ্যক্ষ, অধ্যাপক, এবং গ্রন্থাগারিক নিয়োগের দায়িত্ব ছিল কলেজ সার্ভিস কমিশনের হাতে।
কয়েক মাস আগে কমিশনকে অশিক্ষক কর্মী নিয়োগের দায়িত্ব দেওয়া হয়। কমিশন সিদ্ধান্ত নিয়েছে, এই নিয়োগ প্রক্রিয়া হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। পরীক্ষায় পাসের পর হবে ইন্টারভিউ। তারপর মিলবে চাকরি।
কলেজের পরিচালন সমিতি এতদিন অশিক্ষক কর্মী নিয়োগ করত।উচ্চশিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে, পরিচালন সমিতির হাতে আর কর্মী নিয়োগের দায়িত্ব থাকছে না।