কয়লা কাণ্ডে জমা পড়ল লালা-সহ ৪১ জনের প্রথম চার্জশিট

স্টাফ রিপোর্টার: কয়লা-কাণ্ডে প্রথম চার্জশিট জমা দিল সিবিআই। মঙ্গলবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি দল আসানসোলের সিবিআই আদালতে চার্জশিট জমা করে। সিবিআই সূত্রে জানা গিয়েছে, চার্জশিটে কয়লা মাফিয়া অনুপ মাজি ওরফে লালা-সহ মোট ৪১ জনের নাম রয়েছে।
নাম রয়েছে বিনয় মিশ্র, বিকাশ মিশ্র, জয়দেব মণ্ডল, গুরুপদ মাজি, নিরোদ মণ্ডল, নারায়ণ নন্দা-সহ ধৃত ৮ ইসিএল আধিকারিকের নাম। এছাড়াও রয়েছে, আসানসোল-দুর্গাপুরের ১০ বেসরকারি কারখানার ডিরেক্টরদের নাম, যারা বেআইনি কয়লা কেনাবেচা করত।
এছাড়াও রয়েছে অবৈধভাবে কয়লা খনন করত এমন ১৫ জন মাফিয়ার নাম।চার্জশিটে নাম থাকা ব্যক্তিরা, যাঁরা বর্তমানে জেলের বাইরে রয়েছেন, তাঁদের কাছেও এ বার সমন পাঠাবে সিবিআই। করা হবে আরও জিজ্ঞাসাবাদ।
সেই জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আরও কাউকে জেরা করতে চাইতে পারে সিবিআই। তদন্তকারীদের দাবি, প্রাথমিক চার্জশিটে ৪১ জনের নাম থাকলেও, পরবর্তী কালে তাতে আরও অনেক নাম যুক্ত হবে।