সহকর্মীর চালানো গুলিতে মৃত্যু পুলিশের দুই কর্মীর, আহত ১

সংবাদ সংস্থা : সোমবার দিল্লিতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল সিকিম পুলিশের দুই কর্মীর। গুরুতর আহত হয়েছেন আরও একজন। গুলি চালিয়েছে তাঁদেরই এক সহকর্মী, এমনটাই জানা গিয়েছে সংবাদ সংস্থা সূত্র মারফত।
সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, সিকিম পুলিশের ওই কর্মীদের দিল্লির হায়দারপুর এলাকায় একটি জলের প্ল্যান্টে মোতায়েন করা হয়েছিল। সেখানেই গুলিচালনার ঘটনা ঘটেছে। দিল্লি পুলিশ আরও জানিয়েছে, আহত পুলিশকর্মীকে এক নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সেখানে তাঁর চিকিৎসা চলছে। সেই সঙ্গে অভিযুক্ত পুলিশকর্মীকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু, কেন সে হঠাৎ এমন কাণ্ড করল, তা এখনও জানা যায়নি।