শুরু হচ্ছে বাংলা-ত্রিপুরার রেল যোগাযোগ

স্টাফ রিপোর্টার: বন্যার দুর্যোগ সামলে আগামী ২২ জুলাই থেকে ফের শুরু হচ্ছে পশ্চিমবঙ্গের সাথে ত্রিপুরার যাত্রীবাহী রেল পরিষেবা৷ উত্তর-পূর্ব সীমান্ত রেল সূত্রে জানানো হয়েছে লামডিং-বদরপুর সেকশনে যাত্রীবাহী ট্রেনের পরিষেবা পুনরায় শুরু হতে চলেছে।
প্রসঙ্গত, লামডিং ডিভিশনের এই সেকশন অর্থাৎ বদরপুর সেকশনে বহু স্থানে বন্যার কারণে ক্ষতি হওয়ায় ট্রেন পরিষেবা বাতিল করা হয়েছিল। এই সব ক্ষতিগ্রস্ত এলাকায় ট্রেন পরিষেবা স্বাভাবিক করার জন্য রেলওয়ে আধিকারিক ও কর্মীরা দিন রাত, ২৪ ঘণ্টা কাজ করে চলছিলেন৷
এর ফলে মণিপুর, ত্রিপুরা, মিজোরাম ও বরাক উপত্যকার একাধিক অঞ্চলে অত্যাবশকীয় পণ্য সামগ্রী পাঠানো সম্ভব হচ্ছে। ইতিমধ্যেই ১২ জুলাই থেকে এই সেকশনে পণ্য পরিবহণের জন্য ট্রেন চালানো সম্ভব হয়েছে। এবার শুরু করা হবে যাত্রীবাহী ট্রেন চলাচল।