পরীক্ষার দাবিতে বিক্ষোভ বিশ্বভারতীতে

স্টাফ রিপোর্টার: পরীক্ষার দাবিতে আবারও বিক্ষোভ বিশ্বভারতীতে।বিশ্বভারতীর স্নাতক এবং স্নাতকোত্তর পরীক্ষার অন্তিম বর্ষের পরীক্ষার দাবি তুলেছেন পড়ুয়ারা। সোমবার এ নিয়ে একটি স্মারকলিপি জমা দেওয়ারও কর্মসূচি ছিল। কিন্তু বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অফিসে স্মারকলিপি জমা দিতে গিয়ে নিরাশ হতে হয় পড়ুয়াদের।
অভিযোগ, তাঁদের সামনেই গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এর পর অফিসের পিছনের বেড়া ভেঙে গেট টপকে ভিতরে ঢোকেন পড়ুয়ারা। তাঁদের দাবি, ‘‘আমাদের পরীক্ষা বাতিল করা হয়েছিল। যাতে পরীক্ষা নেওয়া হয় সে জন্য স্মারকলিপি জমা দিতে এসেছিলাম। এসে দেখি, ভিতর থেকে তালা বন্ধ।
কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে চাইলে একটাই উত্তর আসছে, জানি না, ভাবা হয়নি। আমরা চাইছি পরীক্ষা নেওয়া হোক।’’ গোটা পর্বে উপাচার্যই দায়ী বলে অভিযোগ পড়ুয়াদের। যদিও এ নিয়ে মুখ খোলেননি বিশ্বভারতী কর্তৃপক্ষ।