ইচ্ছেমতো ছুটি নিতে পারবেন না সরকারি কর্মীরা, লাগবে আগাম নোটিশ

স্টাফ রিপোর্টার: এবার সরকারি প্রতিষ্ঠানগুলিতে কর্মসংস্কৃতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য প্রশাসন। নবান্ন সূত্রে খবর, এখন থেকে আর খেয়াল খুশি মতো ছুটি নেওয়া যাবে না। সরকারি অফিস বলে যখন খুশি চলে এলাম এমনটা আর করা যাবে না।
কারণ এবার থেকে নির্দিষ্ট সময়ের পরে অফিসে এলে তাঁদের হাজিরার তালিকার পাশে পড়বে লাল কালির দাগ। আদতে যা লেটমার্ক হিসাবে গণ্য হবে।নবান্নের তরফ থেকে জানানো হয়েছে, সরকারি কর্মীদের আগে থেকে জানিয়ে তবেই ছুটি নিতে হবে।
কোনও কারণে যদি আকস্মিক প্রয়োজনে কোনও ছুটির প্রয়োজন হয়, তাহলে ই-মেল বা হোয়াটসঅ্যাপ মারফত জানাতে হবে সরকারকে। তবেই মিলবে ছুটি।