আইনি জটিলতা থাকা বাড়ির তালিকা এ বার পুরসভার সাইটে

স্টাফ রিপোর্টার: বেআইনি-আইনি জটিলতায় থাকা বাড়ি কিনে ভুগতে হচ্ছে সাধারণ নাগরিকদের। ইতিমধ্যেই এই সংক্রান্ত একাধিক অভিযোগ কলকাতা পুরসভায় এসে পৌঁছেছে।এর সুরাহায় এ বার শহরের বেআইনি, মামলা চলছে এমন সমস্যা-সহ বাড়ির তালিকা নিজেদের ওয়েবসাইটে দিতে চলেছেন কলকাতা পুর কর্তৃপক্ষ।
যাতে কোনও বাড়ি কেনার আগে ক্রেতারা সংশ্লিষ্ট সম্পত্তি সম্পর্কে একটাআভাস পান। তবে একই সঙ্গে পুর কর্তৃপক্ষ জানিয়েছেন, এই তালিকা নাগরিকদের জন্য একটি সচেতনবার্তা। অর্থাৎ, এটি দেখে সংশ্লিষ্ট সম্পত্তি সম্পর্কে ক্রেতারা একটি প্রাথমিক ধারণা করতে পারবেন।
কিন্তু এই তালিকা থেকে সম্পত্তিসংক্রান্ত সমস্ত খুঁটিনাটি বিশদে জানা সম্ভব নয়। পুর প্রশাসনের এক পদস্থ কর্তার কথায়, ‘‘আমরা নাগরিকদের ঝামেলা মেটাতে সহায়তা করছি মাত্র।
তবে সম্পত্তি কেনার আগে প্রত্যেকেরই উচিত সম্পত্তির কাগজপত্র বা তারমালিকানা সংক্রান্ত কোনও গোলমাল রয়েছে কি না, সেটা ভাল করে খতিয়ে দেখা।’’