
স্টাফ রিপোর্টার: একুশে জুলাই শহিদ সমাবেশের পরই দলের সাংসদদের নিয়ে বৈঠক করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শহিদ দিবসের সমাবেশ উপলক্ষে একুশে জুলাই দলের সব সাংসদ কলকাতায় থাকবেন। দলীয় সূত্রের খবর, সমাবেশ শেষে বিকেল চারটে নাগাদ দলের সাংসদদের নিয়ে কালীঘাটে বৈঠকে বসবেন মমতা।
জানা গিয়েছে, সংসদের বাদল অধিবেশনে দলের অবস্থান কী হবে, অন্য বিরোধীদের সঙ্গে কতটা সমন্বয় রেখে চলতে হবে, ওই বৈঠকেই সাংসদদের সেসব নিয়ে স্পষ্ট নির্দেশিকা দিয়ে দেবেন মমতা।