কৃষ্ণ কল্যাণীর গাড়িতে লরির ধাক্কা, খুনের অভিযোগ বিধায়কের

স্টাফ রিপোর্টার: শুভেন্দু অধিকারীর পর এবার দুর্ঘটনার কবলে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর গাড়ি।জানা গিয়েছে, শনিবার পদাতিক এক্সপ্রেসে সকালে মালদহ টাউন স্টেশনে নামার কথা ছিল বিধায়ক কৃষ্ণ কল্যাণীর। সেই মতো তাঁকে নিয়ে আসতে নিরাপত্তারক্ষীরা গাড়ি নিয়ে মালদহে যাচ্ছিলেন।
কিন্তু মালদহের গাজোলের ৩৪ নম্বর জাতীয় সড়কে একটি লরি পিছন দিক থেকে বিধায়কের গাড়িতে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যায় গাড়িটি। সেই সময় গাড়িতে ছিলেন মোট তিনজন। তাঁদের মধ্যে দু’জনের চোট গুরুতর। তিনি রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতি। গাড়িতে না থাকায় রায়গঞ্জের বিধায়কের প্রাণরক্ষা হয়।
বিধায়কের অভিযোগ, “এটা কোনও দুর্ঘটনা নয়। আমাকে খুনের ছক কষা হয়েছিল। গাড়িতে না থাকায় কোনও অঘটন ঘটেনি।” এই ঘটনায় ইতিমধ্যেই লরিচালককে আটক করেছে পুলিশ। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে গাজোল থানার পুলিশ।