১৭ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন রিস টপলি

সংবাদ সংস্থা : ১৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন রিস টপলি। পল কলিংউডকে পিছনে ফেলে দিলেন ইংল্যান্ডের এই পেস বোলার। এতদিন পর্যন্ত একদিনের ক্রিকেটে ইংল্যান্ড দলের হয়ে সেরা বোলিং ফিগারের ব্যাক্তিগত রেকর্ডটি ছিল পল কলিংউডের নামে। ২০০৫ সালে বাংলাদেশের বিরুদ্ধে ৩১ রানে ৬ উইকেট শিকার করে এই রেকর্ড গড়েছিলেন কলিংউড।
প্রায় ১৭ বছর পরে সেই রেকর্ড ভেঙে দিলেন টপলি।বৃহস্পতিবার লর্ডসে ভারতীয় দলের বিরুদ্ধে ঐতিহাসিক পারফরম্যান্স করেছেন ইংল্যান্ড ক্রিকেট দলের ফাস্ট বোলার রিস টপলি। ভারত বনাম ইংল্যান্ডের সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ১০০ রানের বড় জয় পেয়েছে জোস বাটলাররা।
এই ম্যাচে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন রিস টপলি। এদিনের পারফরমেন্সের জন্য তিনি ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন। এদিন রিস টপলি ৯.৫ ওভার বল করে ২৪ রান খরচ করে ছয়টি উইকেট তুলে নিয়েছেন। এদিনের ম্যাচে ২টি মেডেনও নিয়েছিলেন তিনি।