ফের মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা

স্টাফ রিপোর্টার: আবার মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক ব্যক্তি।মেট্রো রেল সূত্রে খবর, শুক্রবার সকালে কালীঘাট মেট্রো স্টেশনে লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক ব্যক্তি।
অফিস টাইমে এই ঘটনায় ডাউনলাইনে মেট্রো চলাচল বন্ধ করে দেওয়া হয়। পুলিশ এসে ওই ব্যক্তিকে উদ্ধার করে। ফলে নাকাল হতে হয় নিত্যযাত্রীদের। এই ঘটনার প্রায় ৪০ মিনিট পর মেট্রো চলাচল স্বাভাবিক হয় বলে জানিয়েছেন মেট্রোর জনসংযোগ আধিকারিক।
তবে ব্যক্তির পরিচয় জানা যায়নি।তাঁকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে ।