ফের বিতর্কে মহুয়া, টুইট নিয়ে সোচ্চার অসমীয়ারা

সংবাদ সংস্থা : সংসদের নয়া ফতোয়াকে কটাক্ষ করতে গিয়ে এবার বুমেরাং হল মহুয়া মৈত্রর । তৃণমূল সাংসদের টুইটে চটে লাল অসমের বাসিন্দারা। ‘গগৈ’ পদবী নিয়ে তাঁর করা টুইট নিয়ে সোচ্চার অসমীয়ারা । ফলে বিপাকে পড়ে শেষ পর্যন্ত নিজের টুইটের সাফাই দিতে হল মহুয়াকে। স্পষ্টভাবে জানাতে হল তাঁর টুইটে উল্লেখ করা ‘মিস্টার গগৈ’ আদতে কে।
সংসদে শব্দবন্ধের নিষেধাজ্ঞা নিয়ে নির্দেশিকা জারি হওয়ার পরই টুইটারে এই নিয়ে সরব হতে দেখা যায় মহুয়া মৈত্রকে। একের পর এক টুইট করে তিনি লোকসভা সেক্রেটারিয়েটের এই নয়া নিয়মাবলী নিয়ে কটাক্ষ করেন।
তিনি জানান, যে যে শব্দগুলির উপর সংসদে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তার পরিবর্তে একটি করে নতুন শব্দ ব্যবহার করবেন মহুয়া। এই নিয়ে একটি টুইট করতে গিয়েই বিপাকে পড়েন মহুয়া মৈত্র। তিনি লেখেন, “অসংসদীয় শব্দ নিয়ে আমার টুইটার সিরিজ। নিষিদ্ধ শব্দ- যৌন নির্যাতন।
পরিবর্ত শব্দ- মিস্টার গগৈ।” তৃণমূল সাংসদের এই টুইট ঘিরে শুরু হয় জোর বিতর্ক। যৌন নির্যাতনের মতো শব্দের সঙ্গে গগৈ পদবী ব্যবহার নিয়ে আপত্তি তোলেন অসমীয়ারা।