শাশুড়িকে ছুরি দিয়ে আঘাত, স্ত্রীর গায়ে কেরোসিন, গ্রেফতার স্বামী

স্টাফ রিপোর্টার: স্ত্রী ও শাশুড়িকে প্রাণে মারার চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল কলকাতা পুলিশ।ঘটনাটি ঘটেছে, বেহালার পর্ণশ্রী থানা এলাকায়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, পর্ণশ্রীতে বাপের বাড়িতে থাকতেন বছর ছাব্বিশের এক যুবতী। বৃহস্পতিবার সকালে তাঁর স্বামী শ্বশুরবাড়িতে এসে হামলা চালায় স্ত্রী ও শাশুড়ির উপরে।
প্রথমে ছুরি নিয়ে চড়াও হন। স্ত্রীর হাতের কব্জিতে ছুরি নিয়ে আঘাতও করেন। ধস্তাধস্তিতে হাত কেটেছে শাশুড়িরও। এর পর স্ত্রীর গায়ে আগুন লাগিয়ে দেওয়ার উদ্দেশ্যে তাঁর গায়ে কেরোসিন তেল ঢেলে দেন বলে অভিযোগ। প্রাণে বাঁচতে ওই যুবতী তখন কলকাতা পুলিশের ১০০ ডায়ালে ফোন করেন।
ফোন পেয়ে সঙ্গে সঙ্গে আসে পুলিশ। শাশুড়ি ও স্ত্রীকে উদ্ধার করার পর গ্রেফতার করা হয়েছে ওই যুবককে। ধৃতকে বৃহস্পতিবার আদালতে হাজির করানো হয়েছে বলে জানা গিয়েছে।