রেশনের জন্য বারবার দুয়ারে হাতি

স্টাফ রিপোর্টার: চা শ্রমিকদের জন্য মজুত করা রেশন সামগ্রী সাবাড় করে চম্পট দিল জংলি হাতির দল। তাও আবার একবার নয়। টানা ১০ বার একই রেশন দোকানে খাবারের খোঁজে হানা দিল হস্তিবাহিনী।
ওই ঘটনা ঘটেছে ডুয়ার্সের বানারহাট ব্লকের মোগলকাটা চা বাগানে।চা শ্রমিকদের অভিযোগ, প্রায় প্রতিদিনই এলাকায় হাতি ঢুকছে। দেখা নেই বন দফতরের। তাদের কাছে পর্যাপ্ত পটকা, সার্চ লাইট না থাকায় তারা হাতি তাড়াতে পারছেন না।
হাতির দল যে রেশন দোকানকে টার্গেট করেছে সেই দোকানের কর্মীদের দাবি, এনিয়ে মোট ১০ বার হাতির দল দোকান ভেঙেছে। কমপক্ষে ১৫০ জনের রেশন খেয়ে ফেলেছে হাতি।