রাজ্যে সংক্রমণ ৩ হাজার পার

স্টাফ রিপোর্টার: রাজ্যে করোনা ভাইরাসের সংক্রমণ অব্যাহত।রাজ্যের স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, একদিনে রাজ্যে নতুন করে কোভিড পজিটিভ হয়েছেন ৩ হাজার ২৯ জন। দৈনিক সংক্রমণের নিরিখে এদিনও শীর্ষে উত্তর ২৪ পরগনা।
সেখানে ৭৩২ জনের শরীরে বাসা বেঁধেছে ভাইরাস। দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা। মহানগরীতে এদিন করোনা আক্রান্ত হয়েছেন ৫৭৪ জন। এই সংখ্যা যদিও বুধবারের তুলনায় কম।
দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্ত ২০৮ জন।একদিনে রাজ্যে বলি ৫ জন, যা ঊর্ধ্বমুখী। পজিটিভিটি রেট ১৮.৯৫। বুধবারও এই হার ছিল ১৮.৫৯।