মাঙ্কিপক্স নিয়ে রাজ্যগুলিকে চিঠি দিয়ে সতর্ক করল কেন্দ্র

সংবাদ সংস্থা : বিশ্বের একাধিক দেশে থাবা বসিয়েছে মাঙ্কিপক্স। কেরালায় এক ব্যক্তির দেহে এই ভাইরাসের উপসর্গ দেখা গিয়েছে। যদিও তিনি আদতে মাঙ্কিপক্স ভাইরাসে আক্রান্ত কিনা তা এখনও জানা যায়নি। তবে আগেভাগেই সতর্ক কেন্দ্র। জানা গিয়েছে, সমস্ত রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলগুলিকে মাঙ্কিপক্স নিয়ে সতর্ক করে চিঠি দিয়েছে কেন্দ্র।
দেশের সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সচেতন থাকা, কারও মধ্যে কোনও উপসর্গ দেখা যাচ্ছে কিনা সেই সম্পর্কিত নজরদারি বাড়ানোর কথা বলা হয়েছে। যাঁদের মধ্যে মাঙ্কিপক্সের উপসর্গ দেখা গিয়েছে তাঁদের পরীক্ষা করার কথা বলা হয়েছে।
উল্লেখ্য, অতীতেও মাঙ্কিপক্স ঠেকাতে গাইডলাইন জারি করেছিল কেন্দ্র। কোনও ব্যক্তির মধ্যে মাঙ্কিপক্সের উপসর্গ দেখা গেলে তার দেহ থেকে নমুনা সংগ্রহ করে এনআইভি-তে পাঠানোর কথা বলা হয়।পাশাপাশি, কোনও ব্যক্তির দেহে মাঙ্কিপক্সের কোনও উপসর্গ দেখা গেলে ২১ দিন তাঁর উপর নজরদারি চালানোর কথা বলা হয়।
পাশাপাশি কীভাবে এই ভাইরাসের হাত থেকে সুরক্ষিত থাকা যায় সেজন্য সাধারণ মানুষকে পর্যাপ্ত সচেতন করার কথাও বলা হয়।