বুলডোজার দিয়ে বাড়ি ভাঙায় আপত্তি নেই সুপ্রিম কোর্টের

সংবাদ সংস্থা: সম্প্রতি উত্তরপ্রদেশে বুলডোজার দিয়ে বেআইনি ভাবে তৈরি করা বাড়ি ভেঙে দেওয়া হয়েছে। সেই বিষয়ে শীর্ষ আদালতের হস্তক্ষেপ চেয়ে মামলা করেছিল জামিয়াত উলেমা-ই-হিন্দ।
কিন্তু সেই আরজি খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট ।বিচারপতি বিআর গভয় এবং পিএস নরসিমার বেঞ্চ জানিয়েছে, “আমরা আর কী রায় দিতে পারি? সকলকেই আইনের শাসন মেনে চলতে হবে।
সেই আইনের ঊর্ধ্বে উঠে রায় দেওয়া যায় না। তাই প্রশাসন যদি আইন মেনে পদক্ষেপ করে, সেখানে আমরা বাধা দিতে পারি না।”