পাকিস্তানকে পেছনে ফেলে তিনে ভারত

সংবাদ সংস্থা: ইংল্যান্ডের বিরুদ্ধে ১০ উইকেটে জয়ের পর আইসিসি একদিনের র্যাঙ্কিংয়ে একধাপ ওপরে উঠল ভারত। বুধবার আইসিসি যে ক্রমতালিকা প্রকাশ করেছে তাতে ১০৮ রেটিং পয়েন্ট নিয়ে তিন নম্বরে টিম ইন্ডিয়া। একধাপ পিছিয়ে গেল বাবর আজমরা।
১০৬ রেটিং পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে পাকিস্তান। ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ শুরু হওয়ার আগে ১০৫ রেটিং পয়েন্ট নিয়ে চার নম্বরে ছিলেন রোহিতরা। কিন্তু ওভালে বাটলারদের বিশাল ব্যবধানে হারিয়ে রেটিং পয়েন্ট বাড়িয়ে প্রথম তিনে ঢুকে পড়ল ভারত।
তবে মঙ্গলবার ভারতের বিরুদ্ধে সর্বনিম্ন রানের রেকর্ড করলেও ইংল্যান্ডের র্যাঙ্কিংয়ে তার কোনও প্রভাব পড়েনি। ১২২ রেটিং পয়েন্ট নিয়ে দুই নম্বরেই আছে বাটলাররা। আইসিসির প্রকাশিত তালিকায় একদিনের র্যাঙ্কিংয়ে একনম্বর স্থানে নিউজিল্যান্ড। তাঁদের রেটিং পয়েন্ট ১২৬।