দার্জিলিঙে গিয়ে রাজ্যকে কটাক্ষ রাজ্যপালের, পাল্টা তৃণমল

স্টাফ রিপোর্টার: মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই দার্জিলিঙে গেলেন রাজ্যপাল জগদীপ ধনখড়।বুধবার বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে রাজ্য সরকারকে নিশানা করেন তিনি।তিনি বলেন, ‘নাগরিক এবং বিশিষ্ট জনেদের এগিয়ে আসার এটাই উপযুক্ত সময়। রাজ্যের শাসনব্যবস্থার বিরুদ্ধে মুখ খুলুন ওঁরা।
ওঁদের নীরবতা অত্যন্ত পীড়াদায়ক। আমলারা সব প্রশাসনের হাতের পুতুলে পরিণত হয়েছেন।’ রাজ্যের কর্মসংস্থান নিয়েও মুখ্যমন্ত্রীকে তীব্র নিশানা করে তিনি বলেছেন, ‘তিন বছর ধরে বিনিয়োগ, চাকরির নতুন সুযোগ নিয়ে অনেক শুনেছি। কাজের কাজ কিছু হয়নি।’
রাজ্যপালের কটাক্ষের পাল্টা জবাবা দিয়েছে তৃণমূল। আমলা মন্তব্যের তীব্র প্রতিবাদ জািনয়ে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, ‘সারাদিন খালি ট্যুইট আর কথা। রাজ্য এবং রাজ্যের মানুষের কথা ভাবেন রাজ্যপাল! রাজ্যপাল যদি একটি রাজনৈতিক দলের হয়ে প্রতিনিধিত্ব করেন,
তাহলে রাজ্যের মানুষ ওঁকে রাজ্যপাল হিসেবে দেখবেন না, একটি রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে সকলের কাছে গন্য হবেন উনি, যা না ওঁর পক্ষে, না রাজ্যপালের আসনের জন্য সম্মানজনক।’