ভারতীয় রেল-এ চাকরি পেল ১০ মাসের শিশুকন্যা

সংবাদ সংস্থা: ভারতীয় রেল-এ চাকরি পেল ১০ মাসের শিশুকন্যা। ভারতীয় ইতিহাসে এ’হেন ঘটনা এই প্রথম।জানা যায়, ছত্তীসগঢ়ে একটি দুর্ঘটনায় মা-বাবাকে হারায় ওই শিশুকন্যা, বাবা ছিলেন রেলের কর্মী। তাই ‘সহানুভূতিশীল নিয়োগ’ হিসেবে বাবার মৃত্যুর পর শিশুকে চাকরি দিল রেল।
১৮ বছর বয়স হলে চাকরিতে যোগ দিতে পারবে শিশুটি।রেল সূত্রে জানানো হয়েছে, শিশুটির বাবা রাাজেন্দ্র কুমার ভিলাই রেলওয়ে ইয়ার্ডে অ্যাসিস্ট্যান্ট পদে কাজ করতেন।
১ জুন পথ দুর্ঘটনায় মৃত্যু হয় শিশুর বাবা-মায়ের, প্রাঁণে বেঁচে যায় একরত্তি খুদে। ভবিষ্যতের কথা ভেবেই রেলের তরফে শিশুটিকে চাকরি দেওয়া হয়।