বারুইপুরে বেআইনি অস্ত্রসহ গ্রেপ্তার ২ দুষ্কৃতী

প্রদীপকুমার সিংহ, বারইপুর: বারুইপুর থানার পুলিশ বেআইনি অস্ত্রসহ দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করল। ধৃতদের নাম শুভজিৎ দাস ও অরিন্দম বন্দ্যোপাধ্যায়। এদের বাড়ি বারুইপুর থানা এলাকায়।
পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ বারুইপুর থানার অন্তর্গত পদ্মপুকুরের কাছে বাইপাস এলাকা থেকে অস্ত্রসহ দু’জনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে একটি পাইপগান বন্দুক ও একটি তাজা কারতুজ পাওয়া যায়। দুই দুষ্কৃতীকে সোমবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়।
বারুইপুর থানার পুলিশের পক্ষ থেকে আদালতে বিচারকের কাছে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানানো হয়। এদের নামে বারুইপুর থানায় বিভিন্ন কেস আছে।