শোকজ নোটিস শিব সেনার ৫৩ বিধায়ককে, তালিকায় নেই উদ্ধব-পুত্র আদিত্য

সংবাদ সংস্থা: শিবসেনার ৫৫ জন বিধায়কের মধ্যে ৫৩ জনকেই শোকজের নোটিস দিলেন বিধানসভার প্রিন্সিপাল সেক্রেটারি রাজেন্দ্র ভাগওয়াত। এই বিধায়কদের মধ্যে ৩৯ জন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের শিবিরের। বাকি ১৪ জন উদ্ধব বাহিনীর।
সূত্রের খবর, গত ৩ জুলাই স্পিকার নির্বাচন ও ৪ জুলাই আস্থা ভোটে হুইপ অমান্য করা নিয়ে দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছে। সেই সঙ্গে বিধায়ক পদ বাতিলের দাবি জানিয়েছে। তার জেরেই শোকজের নোটিস দেওয়া হয়েছে।
আগামী সাত দিনের মধ্যে বিধায়কদের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।তবে, শিন্ডে শিবিরের পক্ষ থেকে উদ্ধব-পুত্র আদিত্যর নামে কোনও অভিযোগ জানানো হয়নি।